সাতক্ষীরা জেলায় আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে উসলামীর সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের বিভাগীয় সভাপতি মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।
উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. জামাল ফারুক- এর সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি ওমর ফারুক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী ও সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।