×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৬৬৫৬৫৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাড়ে আজ বলেছেন, ভারত আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নবম আয়ুর্বেদ দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

পবন বলেন, ‘ভারত ও বাংলাদেশে মধ্যে অভিন্ন ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও অন্যান্য অনেক মিল বন্ধন রয়েছে। আয়ুর্বেদ আমাদের অভিন্ন ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।’ 

ভারপ্রাপ্ত হাইকমিশনার ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের ওপর জোর দেন। 

আয়ুর্বেদ দিবস ২০২৪-এর প্রতিপাদ্য হল- ‘বৈশ্বিক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন’।

হাইকমিশনার বলেন, বহু শতাব্দী ধরে বাংলাদেশে আয়ুর্বেদের চর্চা অব্যাহত রয়েছে এবং বাংলাদেশি জনগণের স্বাস্থ্য ও মঙ্গলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

ঐতিহ্যগত ওষুধ বাংলাদেশের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে তিনি বলেন, আয়ুর্বেদ, ইউনানি, যোগ ও হোমিওপ্যাথি বাংলাদেশে বিদ্যমান গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা ও ওষুধ ব্যবস্থা।

ধনতেরাস বা ধন্বন্তরী জয়ন্তী বা পূজার দিনে আয়ুর্বেদ দিবস পালন করা হয়। ভগবান ধন্বন্তরীকে স্বাস্থ্য ও চিকিৎসার প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদের প্রবর্তক হিসাবে ধরা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আয়ুর্বেদ বিশেষজ্ঞ, অনুশীলনকারী, ছাত্র, ওষুধ খাতের প্রতিনিধি ও বাংলাদেশী সুশীল সমাজের বিশিষ্ট সদস্যদের সম্মিলন ঘটেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ফর মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার ঢাকার হেড অব রিসার্চ মোখলেসুর রহমান

ও হামদর্দ বাংলাদেশ ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সভা শেষে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবাদুল হক সৈকত সেতার বাদন পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat