সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে।আজ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই সংস্কারের ঘোষণা দিয়েছে।
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।
বিমানের ১৩ সদস্যের বোর্ডে অন্যদের মধ্যে রয়েছেন- বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।