জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি.এম কাদের এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
আজ বেলা ৩টায় পিটার হাস জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক নিয়ে কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেন, ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। তিনি চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন।
চিঠির বিষয়ে জাপা মহাসচিব বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আমাদের নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে ।