- প্রকাশিত : ২০১৮-০৪-১৯
- ৯০৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- মেসি-রোনালদো দুইজন দুই দেশের হলেও ফুটবলের রাজা এই দুজনই। এই দুজনের দ্বৈরথ বিশ্ব জুড়ে সবাই জানেন। ফিফার বর্ষসেরার পুরস্কার বা ব্যালন ডি’অর এমন বড় অনুষ্ঠান ছাড়া এই দুজনের তেমন দেখাও হয় না। তবুও মেসির এই আর্জেন্টিনাকেই ভালোবাসেন ক্রিস্তিয়ানো রোনালদো।
সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ এসে নিজের ভক্তদের রোনালদো এমন তথ্য জানান। তিনি বলেন,‘অনেকেই মনে করেন আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না। কিন্তু আমি আর্জেন্টিনাকে পছন্দ করি, অনেক পছন্দ করি।’
ভক্তরা বলেন, মেসির জন্যই হয়তো আর্জেন্টিনার প্রতি রোনালদোর ভালোবাসা। এরপরেই ভক্তদের দ্বিধা কাটাতে রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ লাইভে হাজির হন। তিনি বলেন,‘আমার মা স্প্যানিশ হলেও আমার বাবা হলেন একজন আর্জেন্টাইন। আমার জন্ম হয়েছে বুয়েনস এইরেসে। আমার বাবা মাকে অনেকবার রাজি করার অনেক চেষ্টা করেছিল আর্জেন্টিনায় স্থায়ী ভাবে থাকার জন্য কিন্তু তিনি পারেননি।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..