- প্রকাশিত : ২০১৮-০৪-১৯
- ১০১৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
রেড বুল এডিশনে এলো স্যামসাংয়ের গ্যালাক্সি এস নাইন এবং এস নাইন প্লাস। রেসিং ভার্সনের এই এডিশন ভোডাফোনের সহযোগিতায় বাজারে এসেছে। এটি লিমিটেড এডিশনে বাজারে এসেছে।
ভোডাফোনের প্যাকেজে ফোনটি বিশেষ বান্ডেলে দেয়া হচ্ছে। এর মধ্যে আছে ব্র্যান্ডেড বক্স, স্পেশাল রেড বুল রেসিং কেস।
ভোডাফোন নেদারল্যান্ডের গ্রাহকরা ফোনটি দুইটি কিনতে পারবেন। কিস্তিতেও ফোন দুইটি কেনার সুযোগ আছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..