- প্রকাশিত : ১৯৭০-০১-০১
- ৯৪৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
কোপা আমেরিকা ফুটবলে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অ্যারিনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে শনিবার দিবাগত রাতে স্থান নির্ধারণী এই ম্যাচে লাল কার্ডও দেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
এদিকে, ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ১২ মিনিটে মাঝ মাঠে ফ্রি-কিক পায় তারা। এসময় মেসি বুদ্ধিমত্তার সঙ্গে দ্রুত ফ্রি কিক করে অপ্রস্তুত চিলির ডিফেন্স ভেদ করে বল বাড়িয়ে দেন অ্যাগুয়েরার দিকে। বল পেয়ে ডান পাশ দিয়ে এগিয়ে আসা গোল রক্ষককে পরাস্ত করে ডান পায়ের শটে বল জালে জড়ান অ্যাগুয়েরো।
আর ম্যাচের ২২ মিনিটে জিওভানি লো সেলসোর ডিফেন্স ছেড়া পাসে বল পান পাউলো দিবালা। বল নিয়ে এগিয়ে গিয়ে বাম পাশে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়া চিলি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান এই স্ট্রাইকার। আর বিরতির পর ৫৯ মিনিটে স্পট-কিক থেকে ম্যাচে গোলের ব্যবধান কমান চিলির অর্তুরো ভিদাল। এতে করে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..