×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- দেশবরেণ্য অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের আসন্ন ছবি ‘ফাগুন হাওয়া’। গত ১০ মার্চ খুলনার পাইকগাছায় শুরু হয় এ ছবির শুটিং। টানা ২১ দিন শুটিং চলে সেখানে। সম্প্রতি গণমাধ্যমকে তৌকীর জানালেন, তার ‘ফাগুন হাওয়া’র কাজ শেষের দিকে। বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়ে গেছে। বছরের মাঝামাঝি পুরো কাজ শেষ হয়ে যাবে। ছবির প্রেক্ষাপট ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ। এই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলেন সিয়াম ও তিশা। টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। এর বিভিন্ন চরিত্রে তিশা-সিয়াম ছাড়াও রয়েছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, ফারুক হোসেন, সাজু খাদেম, রওনক হাসান, আজাদ সেতু ও আবদুর রহিম প্রমুখ। ‘ফাগুন হাওয়া’ তরুণ অভিনেতা সিয়ামের দ্বিতীয় ছবি। এর আগে ‘পোড়ামন টু’ ছবির কাজটি তিনি শেষ করেছেন। রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘দহন নামের একটি ছবিতেও তিনি চুক্তিবদ্ধ হয়ে আছেন। এদিকে, তিশা অভিনয় করেছেন মোট ১২টি ছবিতে। এর মধ্যে তিনটি নির্মাণাধীন। মুক্তি পেয়েছে নয়টি ছবি। ২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তিশার। অন্যদিকে, ‘ফাগুন হাওয়া’ নির্মাতা তৌকীরের ষষ্ঠ চলচ্চিত্র। ২০০৪ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণের মধ্যদিয়ে তার পরিচালক জীবন শুরু হয়েছিল। এরপর একে একে নির্মাণ করেন ‘রূপকথার গল্প, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ও ‘হালদা’ছবিগুলো। এর মধ্যে ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে এ বছর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পাচ্ছেন তৌকীর আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat