- প্রকাশিত : ২০১৮-০৪-১১
- ৭৮৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- আইপিএলের ৫ম ম্যাচে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর জয় পায় চেন্নাই সুপার কিংস। এইদিন কলকাতার দেয়া ২০৩ রানের বিশাল টার্গেটে এক বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় চেন্নাই।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব দারুণ করে কলকাতা। আগের দিন ঝড় তোলা নারাইনকে হারালেও ক্রিস লিন ও রবিন উথাপ্পার ব্যাটে ষষ্ঠ ওভারেই দলীয় অর্ধশতক তুলে নেয় তারা। তারপর ক্রিস লিন ও উথাপ্পা সাজঘরে ফিরে গেলে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। এরপরেই দলের হাল ধরেন আন্দ্রে রাসেল। উইকেটে এসে খেলার চিত্রই পাল্টে দেন তিনি। চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে মাত্র ৭.৪ ওভারে গড়েন ৬৫ রানের জুটি। এরপর কার্তিক ফিরে গেলেও রাসেল ৩৬ বলে ১১ ছয় আর ১ চারে খেলেন অপরাজিত ৮৮ রানের একটি দারুণ ইনিংস। তার রানেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স।
চেন্নাইয়ের হয়ে ২ টি উইকেট নেন সেন ওয়াটসন।
২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে জয় তুলে নেয় ধোনির চেন্নাই। ব্যাটিংয়ে শুরু টা দুর্দান্তই করে চেন্নাই। ৫ ওভারের মধ্যে ৬৩ রান তুলে ম্যাচের সুর বেঁধে দেন দুই ওপেনার। মাঝপথে কিছুটা রানের গতি কিছুটা থেমে গেলেও শেষের দিকে স্যাম বিলিংসের ব্যাটে দারুণ ভাবে এগিয়ে যায় তারা।
১৯তম ওভারে বিলিংস ৫৬ রানে ফিরেন। টান টান উত্তেজনার এ ম্যাচে শেষ ওভারে ১৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। ব্যাট হাতে ছিলেন আগের ম্যাচের জয়ের নায়ক ব্রাভো এবং জাদেজা। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ব্রাভো। এরপর শেষ দুই বলে ৪ দরকার থাকলে ছয় মেরেই জয় তুলে নেন জাদেজা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..