- প্রকাশিত : ২০১৮-০৪-১০
- ৭৪৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে।
গত ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় আইপিএল এর ১১তম আসর। এই ম্যাচে এক উইকেটে জয় পায় চেন্নাই। আর গত ৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চার উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, মুরালি বিজয়, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, মার্ক উড, দীপক চাহার, ইমরান তাহির।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, পীযুশ চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব, বিনয় কুমার।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..