মৃত্যুদন্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স ও এর সাথে সম্পর্কিত অন্যান্য মোকদ্দমা সমূহ নিস্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে ১১ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসসকে আজ এ কথা জানান। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
আজ ১১টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে মৃত্যুদন্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য মোকদ্দমাসমূহের নিষ্পত্তির লক্ষ্যে ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাজী ইবাদাত হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি হাবিবুল গণি ও মো. খায়রুল আলম, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি মো. ইকবাল কবির ও মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল- ইসলাম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয় এই ১১টি ডিভিশন বেঞ্চে দায়িত্ব পালন করবেন।