- প্রকাশিত : ২০১৮-০৪-০৮
- ৭৬৮ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ট্রাম্প টাওয়ারে আগুনের ঘটনায় একজন নিহত ও চারজন দমকলকর্মী আহত হয়েছে।
অগ্নিনির্বাপক দলের এক কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি ওই ভবনের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।
ট্রাম্প টাওয়ার এর মালিক হলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ভবনে তার বাসা ও অফিস রয়েছে। যদিও ট্রাম্প এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।
ভবনটির ৫০তম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ওই তলাতে অ্যাপার্টমেন্ট ও অফিস রয়েছে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। ভবনটিতে প্রথম কালো ধোঁয়া দেখা যায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়।
আগুন লাগার আনুমানিক ৪৫ মিনিটের মধ্যে এক টুইটে ট্রাম্প জানান, আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। এ ভবনটি সঠিকভাবে নির্মিত। এছাড়া ভালোভাবে দায়িত্ব পালনের জন্য তিনি অগ্নিনির্বাপককারী দলকে ধন্যবাদ জানান।
নিউইয়র্ক সিটি ফায়ার বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, ভবনটিতে যথেষ্ট পরিমাণে ধোঁয়ার কারণে কাজ করা জটিল হয়ে পড়ে। সূত্র: বিবিসি
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..