ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মে বহুল প্রতিক্ষিত গভর্মেন্ট ট্রেজারী বন্ডের একটি লেনদেন আজ (১০০০x১০০) পরীক্ষামূলকভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষামূলক লেনদেন অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লেনদেন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ২ মাসের মধ্যে প্রয়োজনীয় সিস্টেম ডেভেলপ সম্পাদনের মাধ্যমে সার্বজনিনভাবে গভর্মেন্ট ট্রেজারী বন্ডের লেনদেন স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মে শুরু হবে।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, ব্রোকারেজ হাউজ এবং বিনিয়োগকারী হিসেবে মিউচ্যুয়াল ফান্ডের ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ ভার্চুয়ালি উপস্থিত থেকে লেনদেন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।