গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ভর্তি হয়েছেন।এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ১৮৯ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ৯ জন। আজ রোববার পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪২ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে পাঠানো ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী বিষয়ে সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ৮৯ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৫ আগষ্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছয় হাজার ১০০ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ২৬ জন।