হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে বায়তুল মোকারমে চলতি বছরের মার্চ মাসে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা এক মামলার সুষ্ঠু তদন্তের জন্য আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে পল্টন থানার আরেক মামলায় তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। এরপর শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আজিজুল হককে গ্রেফতার করে র্যাব ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।