×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান হ্যারিসের সমাবেশে ক্যাপিটলে দাঙ্গা নিয়ে সমর্থকদের উল্লাস স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার দক্ষিণ আফ্রিকার রান ৫শ’ ছাড়ালো আমি প্রচুর গালিগালাজ শিখেছি : পরী মণি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ৩ ছিনতাই কারিকে মোটরসাইকেল সহ আটক করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হর ইউনিয়নের চালা বাজারে। ছিনতাইকারীরা উল্লাপাড়া বিজ্ঞান কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা গেছে ।

মডেল থানা সুত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে এগারোটার দিকে ৩ ছিনতাইকারী একটি মোটর সাইকেলে যোগে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাশে উল্লাপাড়ার চালা বাজারে এসে দাড়ায়। বাজারের একটি দোকানের সামনে মোবাইল ফোনে গেম খেলারত মেহেদী হাসান এর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর সময় মেহেদীর চিৎকারে বাজারের লোকজন ছিনতাইকারী আলিফ সরকারকে মটোরসাইকেল সহ আটক করে। অপর দুজন পালিয়ে যায়। পরে স্থানীয় জনগন আলিফকে উল্লাপাড়া মডেল থানার পুলিশের হাতে সপর্দ করে । পুলিশ পরে অভিযান চালিয়ে অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃতরা হলেন বেলকুচি আগুরিয়া গ্রামের বাবু সরকারের ছেলে আলিফ সরকার (২০), উল্লাপাড়ার পারমনোহারা গ্রামের আনোয়ারের ছেলে এ এম জুলকার নাঈম (১৯) ও বগুড়া সদরের খান্দার মহল্লার আব্দুস সামাদের ছেলে সামিউল আল নোমান (১৭)। পুলিশ জানিয়েছে ছিনতাইকারী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
এ ব্যাপরে উপজেলার চালা পূর্বপাড়া গ্রামের মোঃ মিল্টন নামের এক ব্যক্তি বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে । তাদেরকে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat