বান্দরবান জেলায় আজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ভর্তি পরীক্ষা সহায়ক বই বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন-এর বর্ষপূর্তি উপলক্ষে ১৫০জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মাঝে এসব ভর্তি পরীক্ষা সহায়ক বই বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান ক্যশৈহ্লা ।
সংগঠনের সভাপতি পুলু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাস ও তিংতিং ম্যা, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ প্রমুখ।