আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
৮৮ রেটিং নিয়ে বর্তমানে সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। ৭৬ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ৯১। আর ২ রেটিং হারাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে র্যাংকিং তালিকায় কোন পরিবর্তন হবে না টাইগার ও ক্যারিবীয়দের।
আর যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে ৮৩ রেটিং নিয়ে অষ্টমস্থানে নেমে যাবে টাইগাররা। ৮৫ রেটিং নিয়ে সপ্তমস্থানে উঠবে শ্রীলংকা। টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারলে ৪ রেটিং বাড়বে ক্যারিবীয়দের। তবে নবমস্থানে থাকবে তারা।
২-১ ব্যবধানে সিরিজ জিতলে, রেটিং-র্যাংকিং কোনটাই পরিবর্তন হবে না বাংলাদেশের। একই অবস্থা হবে ওয়েস্ট ইন্ডিজের।
তবে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলে, ২ রেটিং হারাবে বাংলাদেশ। ২ রেটিং বাড়বে ওয়েস্ট ইন্ডিজের।