- প্রকাশিত : ২০১৮-০৪-০৫
- ১০৮১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- দুইটি কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় বলিউড তারকা সালমান খানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার যোদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় ঘোষণা করেন বলে সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিয়েছে।
ভারতের রাজস্থানে ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন বলিউডের ৫২ বছর বয়সী তারকা সালমান খান। ভারতে বিপন্ন এই প্রাণী মারা সম্পূর্ণ নিষিদ্ধ।
একই অভিযোগ থেকে অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী টাবু, সোনালী বেন্দ্রে ও নীলমকে অব্যহতি দিয়েছেন আদালত।
গত ২৮ মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূডান্ত শুনানি শেষ হয়। তখন সালমান খানের আইনজীবী এইচএম সারস্বত দাবি করেন, সরকারি কৌঁসুলি অভিযোগের সাপেক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দুটির মৃত্যু হয়েছিল, তাও প্রমাণ করতে পারেননি।
১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করতে গিয়ে নায়ক সালমান খান ও অন্যরা দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে মারেন। সে সময় সালমান ছাড়াও এই মামলায় অন্যান্য অভিনেতা-অভিনেত্রীসহ আরো সাত জনকে আসামি করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯ (৫১) ধারায় বিচারক সে সময়ই সালমানকে অপরাধী ঘোষণা করেছিলেন। দীর্ঘ ২০ বছর পরে সেই মামলায় দোষী সাব্যস্ত করে বলিউড সুপারস্টারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের যোধপুর আদালত।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..