বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফার পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মুসুল্লীদের বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে জুমার নামাজে আসারও আহবান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
‘ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাবার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসুল্লীদেরকে অনুরোধ জানানো হচ্ছে।’