নিজস্ব প্রতিনিধি: দেশের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানি মারা গেছেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বাদ আসর তার প্রথম নামাজের জানাযা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাযা বাদ মাগরিব পুরান ঢাকার হোসনি দালান মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
দেশের অর্থনীতি বিষয়ক জাতীয় দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোক্তা পরিচালক আলী ইস্পাহানি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম একজন সদস্য ছিলেন আলী বেহরুজ। তিনি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ছিলেন।