×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৬
  • ৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা, কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এবারও পাসের হারে ছেলেদের তুলনায় ভালো ফলাফল করেছে মেয়েরা। এবার দেশের ১০টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। আর মেয়েরা পাস করেছে ৭৮ দশমিক ৮৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ২.১৪ শতাংশ বেশি। এ নিয়ে গত তিন বছর ধরে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করল। রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য দেন। রবিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর সব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এরমধ্যে পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী, যা গড়ে ৭৭.৭৭ শতাংশ। এরমধ্যে ছাত্রদের পাসের হার ৭৬.৭১ শতাংশ, আর ছাত্রীর পাসের হার ৭৮.৮৫ শতাংশ। সে হিসাবে এই বছর ছাত্রের তুলনায় ছাত্রী পাস করেছে ২.১৪ শতাংশ বেশি। তবে জিপিএ-ফাইভ প্রাপ্তিতে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে আছে। এবার মোট জিপিএ-ফাইভ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলেরা জিপিএ-ফাইভ পেয়েছে ৫৫ হাজার ৭০১ জন। আর মেয়েদের মধ্যে জিপিএ-ফাইভ পেয়েছে ৫৪ হাজার ৯২৮ জন। দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর দুইটার পর থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে ফল জানতে পারবেন। শিক্ষামন্ত্রী জানান, আটটি সাধারণ শিক্ষাবোর্ডে হাসের হার ৭৯.৪০ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫জন। মাদ্রাসায় পাসের হার ৭০.৮৯, জিপিএ-ফাইভ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন। কারিগরিতে পাসের হার ৭১.৯৬ শতাংশ এবং জিপিএ-ফাইভ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন। তবে পাসের দিন থেকে এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। মেয়েরা ছেলেদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি পাস করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat