জম্মু ও কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কজনক।
আজ সোমবার সকালে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় ওই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, একটি যাত্রীবাহী বাস কেশওয়ান থেকে কিশতওয়ারের দিকে যাচ্ছিল। যাত্রীদের দাবি, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। শ্রীগওয়ারি এলাকা থেকে মিনিবাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ জনের।
দুর্ঘটনার খবর পেয়েই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়।
এ ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এম কে সিনহা জানিয়েছেন, লাশ উদ্ধারের কাজ চলছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর টুইট বার্তায় বলেন, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’