- প্রকাশিত : ২০১৮-০৪-২২
- ৭৬১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- বিশ্বের ঘরোয়া টি-টোয়েন্টি গুলোর মধ্যে আইপিএলের পরেই সবচেয়ে জনপ্রিয় বিপিএল। ২০১২ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশের এই ঘরোয়া লিগ বেশ সফল ভাবেই আয়োজিত হচ্ছে। এ বছর অক্টোবরে বিবিএলের ষষ্ঠ আসর বসার সম্ভাবনা। তার আগেই টুর্নামেন্টে ঘিরে চলছে নানা আলোচনা। সবকিছু মিলিয়ে এবারের আসরে নানা পরিবর্তন নিয়ে আসছে বিপিএল। এমনটাই ইঙ্গিত করেছেন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।
রবিবার শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে বিপিএলের নানা উন্নতি নিয়ে কথা বলেছেন জালাল ইউনুস। এবারের বিপিএলে থাকতে পারে রিভিউ সিস্টেম, এলইডি উইকেট, স্পাইডার ক্যাম।
রিভিউয়ের জন্য আলাদা ক্যামেরা দরকার। যার জন্য প্রয়োজন অর্থেরও। কিন্তু বিপিএলের উন্নায়নে এই অর্থ খরচ করতে তৈরি বিসিবিও। এই বিষয়ে জালাল ইউনুস জানিয়েছেন,‘আগে রিভিউ নেওয়া হয়নি। সামনে এটা নেওয়ার সুযোগ থাকবে। রিভিউ নিতে হলে ক্যামেরা বাড়াতে হবে। স্লো মোশন ক্যামেরা বাড়াতে অতিরিক্ত ব্যয় হবে। সেটি ব্যয় করতেও আমরা তৈরি।’
গত কয়েক বছর ধরে টুর্নামেন্টটির সম্প্রচারের মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। এই বিষয়ে পরিচালক জানান, ‘আমরাও চাই ব্রডকাস্টিং কোয়ালিটি ভালো হোক। যত বেশি ক্যামেরা ব্যবহার করা যায়, আমরা সেভাবেই চাই। আমাদের আশা আছে সামনে আরও একটু ঝলমলে করতে চাচ্ছি। এলইডি উইকেট ব্যবহার করতে চাচ্ছি এবার, যদি পারা যায় স্পাইডার ক্যামেরা চিন্তা করছি।’
সবশেষে নিজেদের সাধ্যমতো চেষ্টা করার প্রতিশ্রুতিই দিয়ে জালাল ইউনুস বলেন,‘মার্কেটের কথা চিন্তা করলে ভারতের প্রোডাকশন কস্ট আর আমাদের কস্টের একটা পার্থক্য আছে। ভারতের বড় বাজার। ওরা অনেক পয়সা খরচ করে, ওদের পয়সা আছে। আমরাও সাধ্যমতো চেষ্টা করছি, যাতে কোয়ালিটি প্রোডাকশন হয়। গতবার তুলনায় প্রোডাকশনে এবার আরও উন্নতি করতে চাই।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..