- প্রকাশিত : ২০১৮-০৪-১২
- ৭৯৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- মা হারানো মির্জা ফখরুলকে শোক জানাতে ফোন করেছেন দেড় মাস আগে আরেক মা হারানো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফখরুলকে সমবেদনা জানাতে ফোন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফোনে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
বেলা ১২টার ৪০ মিনিটের দিকে সেতুমন্ত্রী বিএনপি মহাসচিবকে ফোন করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মির্জা ফখরুলের মা ফাতেমা আমিন গত ১ মার্চ হঠাৎ অসুস্থ হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে মারা যান ফাতেমা আমিন।
এই খবর শোনার পরই বিএনপি মহাসচিবকে ফোন করেন ওবায়দুল কাদের। ফোনে সেতুমন্ত্রী বলেন, ‘মায়ের মৃত্যুর বেদনাটা আমি জানি। কারণ কয়েকদিন আগে আমার মা মারা গেছেন।’
গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা। তার দুই যুগ আগে বাবাকে হারান কাদের। সেতুমন্ত্রীর মায়ের মৃত্যুর পর এক শোকবার্তা দিয়েছিলেন মির্জা ফখরুল। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব।
আজ ফখরুলের মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি মহাসচিবকে ফোন দেন কাদের। ফোনে ফখরুলকে কাদের বলেন, ‘আপনার মায়ের মৃত্যুতে আওয়ামী লীগ শোক জানায়। দ্রুত যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এটা প্রত্যাশা করছি।’
এ সময় মাকে কোথায় সমাহিত করা হবে তা জানতে চান কাদের। জবাবে মির্জা ফখরুল তার মাকে ঠাকুরগাঁওয়ে দাফন করা হবে বলে বিএনপি মহাসচিবকে জানান।
এছাড়া ফখরুলের মায়ের মৃত্যুকে শোক জানিয়েছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের ডা. কামাল হোসেন (বর্তমানে তিনি ব্যাংককে আছেন), এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডেএসডির আসম আবদুর রব, বিজেপির আন্দালিব রহমান পার্থ।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..