- প্রকাশিত : ২০১৮-০৪-১১
- ৭১৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- পহেলা বৈশাখের জন্য ইলিশ মাছ কিনতে গিয়ে মানিকগঞ্জে বাসচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার সাটুরিয়া উপজেলার ধুল্লা গ্রামের আবদুল কাদের (৩০) এবং একই উপজেলার জান্না গ্রামের আবদুল গফুর (২৮)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পহেলা বৈশাখের জন্য ইলিশ কিনতে সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে তরাহাটে যাচ্ছিলেন আব্দুল কাদের ও গফুর। ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় পৌঁছার পর ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাইকটিতে থাকা দুইজনই আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..