- প্রকাশিত : ২০১৮-০৪-০৭
- ৭৩৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ভারতের জনপ্রিয় টু-হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মোটর করপোরেশন এই প্রথম ইলেকট্রিক বাইক আনছে। এর মডেল হিরো ডুয়েট ই-ইলেকট্রিক স্কুটার।
হিরো মোটর করপোরেশনে সিস্টার কনসার্ন হিরো ইলেকট্রিক এই ই-বাইকটি বাজারে আনবে। যদিও হিরো মোটর করপোরেশন দীর্ঘদিন ধরে ইলেকট্রিক বাইক তৈরি ও তা বাজারে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে। ২০১৬ সালে সর্বপ্র্রথম হিরো ইলেকট্রিক বাইকের প্রোটোটাইপ প্রদর্শন করে।
হিরোর প্রথম ইলেকট্রিক বাইকের মোটরটের ক্ষমতা ৫ কিলোওয়াটের। এর সর্বোচ্চ টর্ক ১৪ এনএম।
হিরো দাবি করছে তাদের ই-বাইকটি ৬.৫ সেকেন্ডে শুন্য থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে পারবে
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..