- প্রকাশিত : ২০১৮-০৪-০৬
- ৬৯৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- লন্ডনের রাস্তায় ৯০ মিনিটের ব্যবধানে ছয় কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে চারটি পৃথক স্থানে এসব হামলার ঘটনায় চারজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করার সন্দেহে আরো চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, প্রথম ঘটনাটি ঘটে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার মাইল এন্ডে বিকাল ৬টায়। এখানে ছুরিকাঘাতে আহত তিন কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এখান থেকে একজনকে আটক করা হয়েছে।
এই ঘটনার ঘন্টা খানের মধ্যেই মাত্র দুই মাইল দূরে ইস্ট ইন্ডিয়া ডক এলাকায় আরেক কিশোরকেক ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিকাল ৭টায় পশ্চিম লন্ডনের ইলিং বোর্ডয়ে এলাকায় পঞ্চম কিশোরকে ছুরিকাঘাত করা হয়। একই সময়ে ১৩ বছর বয়সী অপর কিশোর ছুরিকাঘাতের শিকার হয় নিউহামে। প্রায় একই সময়ে ওয়ান্ডসওয়ার্থ এলাকায় ২০ বছর বয়সী আরেকজন ছুরিকাঘাত হয়েছে বলে জানায় পুলিশ।
লন্ডনে গত ৭ বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে লন্ডনে চলমান সহিংসতা সম্পর্কে টটেনহ্যামের এমপি ডেভিড ল্যামি বলেছেন, লন্ডনে এ ধরনের সহিংসতা আগে কখনো দেখিনি। তিনি সতর্ক করে বলেন, একটি হত্যাকে কেন্দ্র করে মাদক চোরাচালান একাধিক গ্রুপের মধ্যে এই রক্তপাত সহজে বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..