- প্রকাশিত : ২০১৮-০৪-০৬
- ৮৯৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি বাসা থেকে হুমায়রা ওরফে নাবিলা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার পুলিশের টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, যিনি জঙ্গি দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সিটিটিসি জানিয়েছে, হুমায়রা নব্য জেএমবির নারী শাখার গুরুত্বপূর্ণ সদস্য। হুমায়রাকে তার সংগঠনে ‘ব্যাট উইমেন’ বলে ডাকা হয়।
তার স্বামী তানভীর ইয়াসির করিমও নব্য জেএমবিতে সম্পৃক্ত। গত বছরের নভেম্বরে তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।
হুমায়রাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, হুমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’র প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হোমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন।
তিনি আরও জানান, গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের র্যালিতে হামলা পরিকল্পনায় হুমায়রা ওরফে নাবিলার সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই পরিকল্পনা বাস্তবায়নে তিনি অন্যতম একজন অর্থদাতা। তাকে ওই হামলায় গ্রেপ্তার করা হয়েছে।
হুমায়রা রাজধানীর একটি বিলাসবহুল শপিং মলের মালিকের মেয়ে। তিনি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেন। পরে মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন। তার স্বামী তানভীরও নর্থসাউথে পড়ালেখা করেছেন। সেখানেই স্বামীর সঙ্গে জঙ্গিবাদে জড়িয়ে পরেন হুমায়রা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..