- প্রকাশিত : ২০১৮-০৪-০৫
- ৭৪৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় একটি বাড়িতে মশার কয়েলের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
আহতরা হলেন শাহাদৎ হোসেন (২৮), তার স্ত্রী রুপালী বেগম (২০) এবং তাদের দুই বছরের ছেলে রিফাত।
দগ্ধ শাহাদৎ হোসেনের বড় ভাই নোয়াব আলী বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লার সস্তাপুর শিবু মার্কেট এলাকার ওই বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। এতে ঘুমিয়ে থাকা তিনজন দগ্ধ হয়। তাদের সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ শাহাদৎ হোসেনের শরীরের ৫৫ ভাগ, রুপালীর ২০ ভাগ এবং ছেলে রিফাতের শরীরের ২২ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তাদের বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ থানার রুদ্ধেশ্বর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..