- প্রকাশিত : ২০১৮-০৪-০৫
- ৮৪৭ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
টিভিএস মোটরসাইকেলের বেশ কয়েকটি মডেলের দাম কমলো। এর মধ্যে আছে উইগো, স্পোট এবং অ্যাপাচি। পরিবর্তিত এই দাম ভারতের বাজারে উপভোগ করা যাবে।
১১০ সিসির টিভিএস উইগোর দাম ২০০০ হাজার রুপি কমানো হয়েছে। বাইকটি এখন বিক্রি হচ্ছে ৫০ হাজার ১৬৫৪ রুপিতে। এই মডেলের ডিস্ক ব্রেক ভার্সনের দাম কমে এখন ৫৩ হাজার ০৮৩ রুপিতে পাওয়া যাচ্ছে।
টিভিএসের জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল স্পোট ১১০ সিসির দাম ৮৫০ রুপি কমে এখন ৩৯ হাজার ৩৬৩ রুপিতে বিক্রি হচ্ছে।
ভারতসহ বাংলাদেশের বাজারে তুমুল জনপ্রিয় টিভিএসের মোটরসাইকেল।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..