সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, দেশের বাড়ীতে শোকের মাতম
মোঃ মিজানুর রহমান সৌদি আরব থেকেঃ সৌদি আরবের দাম্মামে রফিকুল ইসলাম ( ৪০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রঙ্গের কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মারা যান তিনি। রফিকুল ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার দক্ষিণ অলিপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সৌদি আরবের দাম্মামের আবকিক এলাকায় একটি পুরনো ভবনে রঙের কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান রফিকুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দাম্মাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে মারা যান তিনি। রফিকুলের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে সৌদি আরবের জেদ্দায় অবস্হানরত কুমিল্লার চৌদ্ধগ্রামের কাসেম চৌধুরী (৫৫) গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের মরদেহ ও মর্গে রাখা হয়েছে।