স্বাস্হ্য ডেস্ক:-
মিসরীয় নারী ইমান আহমেদ। ৫০০ কেজি ওজনের ইমান আহমেদকে ধরা হতো বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে। সম্প্রতি ওজন কমাতে যান ভারতে। এরই মধ্যে তিনি কমিয়ে ফেলেছেন ১৪০ কেজি ওজন।
গত ১১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাই শহরের সাইফি হাসপাতালে ভর্তি হন ইমান। চলতি মাসের শুরুর দিকে তাঁর শরীরে একটি অস্ত্রোপচার করা হয়।বিবৃতিতে হাসপাতালটির চিকিৎসকরা বলেন, ‘ইমানের বর্তমান ওজন ৩৫৮ কেজি। ১১ ফেব্রুয়ারি তিনি যখন মুম্বাইয়ে এসেছিলেন, তাঁর ওজন ছিল ৫০০ কেজি।’বিবৃতিতে আরো জানানো হয়, ইমান বর্তমানে দুই ঘণ্টা পরপর তরল খাবার খাচ্ছেন। তাঁকে দিনে সর্বসাকল্যে এক হাজার ৮০০ ক্যালরির খাবার দেওয়া হচ্ছে। তাঁর দেহে ইউরিক এসিডের মাত্রাও বেশ আশঙ্কাজনক। তাঁকে নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। সম্প্রতি পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার কারণে তিনি সাধারণভাবে খাবার খেতে পারছেন না।এ ছাড়া বেশ কয়েক ধরনের জটিলতায় আক্রান্ত ইমান। বাড়তি ওজনের কারণে পক্ষাঘাতের পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ স্নায়ুচাপ ও অনিদ্রায় ভুগছেন।