×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৩৪৪৫৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট- আইবিএ’র পরিচালক হিসেবে আজ যোগদান করছেন।
তাকে পরবর্তী তিন বছরের জন্য এই পদে নিযুক্ত করা হয়েছে। রাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ড. ইসলাম ২০০৪ সালে আইবিএতে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে যশোর বোর্ডে প্রথম স্থান অর্জনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএস (সম্মান) এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং এমবিএ তে ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম স্থান অধিকার করেন।
পরবর্তীতে তিনি সুইডেনের ইয়নশপিং ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল থেকে এমএসসি ডিগ্রী, রাবি’র আইবিএ থেকে এমফিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
ড. ইসলাম ব্যবসায় শিক্ষা বিষয় ছাড়াও মুদ্রা বিষয়ক গবেষণায় নিয়োজিত আছেন। দেশ এবং বিদেশের বিভিন্ন জার্নালে তার ২৬ টি প্রবন্ধ এবং ৩ টি বুকচ্যাপ্টার প্রকাশিত হয়েছে। এছাড়াও ভারতের মনোহর পাবলিশার্স থেকে ১ টি গ্রন্থসহ তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা ৬টি।
মুদ্রা গবেষণা নিয়ে তার কাজের স্বীকৃতি স্বরূপ লন্ডন ভিত্তিক ‘কাউন্সিল অব দি ওরিয়েন্টাল নিউমিজমিটিক সোসাইটি’ (Council of the Oriental Numismatic Society) ২০১৮ সালে তাকে ‘অশোকা পুরস্কার’ এ ভূষিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat