লালমনিরহাট জেলার সদর উপজেলায় আজ তিস্তা নদীর তীরবর্তি এলাকায় ভাঙ্গন রোধে বালুভর্তি জিওব্যাগ স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
আজ শনিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে ভাঙ্গনরোধে জিওব্যাগ স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এ সময় জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন-সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাউবো সূত্রে জানা গেছে, তিস্তা নদীর তীরবর্তি খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে ভাঙ্গন রোধের মাধ্যমে আবাদি জমি, বসতভিটা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পাঁচহাজার দুইশ’টি জিওব্যাগ স্থাপন করা হবে।