×
ব্রেকিং নিউজ :
সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্রসহ ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন বস্ত্র ও পাট উপদেষ্টার দেশে আট মাসে বজ্রপাতে ২৯৭ জনের প্রাণহানি শিক্ষকদের জবাবদিহিতা ও দায়িত্ব যথাযথ পালন করতে হবে : শিক্ষা উপদেষ্টা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল তদন্তে দোষী হলেই ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিবেশ উন্নয়ন, সুদের হার হ্রাস, নীতিমালা সংষ্কার জরুরি : ডিসিসিআই সেমিনারে বক্তারা মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে : ড. আসিফ নজরুল ডিবিতে আর কোন ভাতের হোটেল ও আয়না ঘর থাকবে না : রেজাউল করিম গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৬৬৫৬৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এমপি। 
তিনি বলেন, দেশটিতে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে সরকার। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান।
আজ মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী’র সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের একথা বলেন।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ডেডিকেট করার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা চাই, আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদামত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। 
সাক্ষাৎকালে বন্ধু-প্রতীম দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। 
ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, আগে গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে ওমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat