জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, বিএনপি-জামাত একের পর এক হরতাল-আবরোধের নামে গুপ্তহামলা, অগ্নিসংযোগ, হামলা, ভাংচুরের পথ বেছে নিয়েছে। তারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি এবং সাংবিধানিক ধারার বাইরে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বিএনপি Ñজামাতের অবরোধের প্রতিবাদে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের দেশব্যাপি কর্মসুচি পালনের অংশ হিসাবে আজ ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু এভিনিউ জাসদ চত্ত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে শিরীন আখতার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর শান্তিপুর্ণ সমাবেশের নামে বিএনপি-জামাত সারাদেশ থেকে আগুনসন্ত্রাসী, গুপ্তহামলাকারীদের জড়ো করে ঢাকায় পুলিশ পিটিয়ে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবন, অন্যান্য বিচারপতিদের বাসভবনে হামলা করেছে, মার্কেটে আগুন দিয়েছে, বাস পুড়িয়েছে। শিরীন বলেন, শান্তি বিনষ্টকারী, নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধবংস করতে চায়। আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামাত এখন নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি জাতীয় যুব জোটকে যুব সমাজকে সংগঠিত করে, জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী বিএনপি-জামাত অশুভ শক্তির অপতৎপরাতা রুখে দেয়া আহবান জানান।
যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় মিছিল পুর্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হাসান তরুন, সহ-সভাপতি এড. আবু হানিফ, প্রদীপ কুমার রায় প্রমুখ।
গুপ্তহামলাকারী, সন্ত্রাসী বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের আহুত এ কর্মসুচি আজ দেশের জেলাা-উপজেলা-মহানগরে পালিত হয়েছে।