×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৬৭৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডায়াবেটিসের নতুন ওষুধ বর্তমান ওজেম্পিক নামেও পরিচিত সেমাগ্লুটাইডের চেয়ে বেশি ওজন হ্রাস করে এবং রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। এক গবেষণা প্রতিবেদনে শনিবার এ কথা বলা হয়। 
যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি’র তিরজেপাটাইট ওষুধটি মাউঞ্জারো ব্র্যান্ড নামে বিক্রি হচ্ছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অতি সম্প্রতি যুক্তরাজ্যে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত।
তবে এলি লিলি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থূলতার জন্য ওষুধটি অনুমোদনের চেষ্টা করছে। ওষুধটি ডেনিশ ফার্ম নোভো নরডিস্কের সেমাগ্লুটাইডের ড্রাগের সাথে প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে, যা ডায়াবেটিস চিকিৎসার জন্য ওজেম্পিক বা ওজন কমানোর জন্য ওয়েগোভি নামে পরিচিত।
লোকেদের ওজন কমাতে সাহায্য করার ক্ষমতার জন্য ওজেম্পিক এই বছরের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে আকাশচুম্বী চাহিদার কারণে মাঝে মাঝে সরবরাহের ঘাটতি দেখা দেয় এবং ডায়াবেটিস বা স্থূলতা ছাড়াও লোকেরা এটিকে কয়েক কিলো ওজন কমাতে ব্যবহার করছে।
জার্মানিতে একটি সম্মেলনে নতুন গবেষণা উপস্থাপন করা হচ্ছে এবং এখনো মেডিকেল জার্নাল-পর্যালোচনা করা হয়নি। তবে পরামর্শ দেয়া হয় যে, এলি লিলির নতুন ওষুধটি আরও কার্যকর হতে পারে।
ডাটা একত্রিত করেছেন যা পৃথকভাবে দু’টি ওষুধের দিকে নজর দিয়েছে। উভয়ই সপ্তাহে একবার ইনজেকশন হিসাবে নেওয়া হয়।
গবেষকরা টাইপ-২ ডায়াবেটিসসহ মোট ১৮,৫০০ রোগীর ওপর পরীক্ষা চালিয়েছিল। এতে কমপক্ষে ১২ সপ্তাহের সময়কালে উভয় ওষুধের তিনটি ভিন্ন ডোজ যাচাই করা হয়। 
থেসালোনিকির অ্যারিস্টটল ইউনিভার্সিটির প্রধান লেখক টমাস কারাগিয়ানিস এএফপি’কে বলেছেন, সর্বোচ্চ মাত্রার জন্য, ‘তিরজেপাটাইড ব্যবহারের ফলে গড় ওজন কমেছে যা সেমাগ্লুটাইডের চেয়ে ৫.৭ কিলোগ্রাম (১২.৫ পাউন্ড) বেশি’।
এটি সেমাগ্লুটাইডের সর্বোচ্চ মাত্রার তুলনায় রক্তে শর্করার মাত্রা দুই শতাংশ কমিয়ে দেয়।
গবেষণাটি আগামী মাসে জার্মানিতে ডায়াবেটিস নিয়ে ইউরোপীয়ান সমিতির বার্ষিক সভায় উপস্থাপন করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat