বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আগামী শিক্ষাবর্ষ থেকে 'বাংলাদেশ স্টাডিজ' শিরোনামে একটি কোর্স হিসেবে সব বিভাগের পাঠ্যসূচিতে ২০২৪ সালের জুলাই বিদ্রোহের ইতিহাস চালু করতে যাচ্ছে।
আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শওকত আলী।
একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের মতে, ছাত্র বিষয়ক কার্যালয়ের পরিচালক ড. মো. ইলিয়াস প্রামাণিক সভায় ‘বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক কোর্সে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।
বিষয়টি নিয়ে বিশদ পর্যালোচনার পর, সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শর্ত থাকে যে, পরবর্তী সিন্ডিকেট সভায় প্রস্তাবটি অনুমোদন করা হবে।
ড. প্রামাণিক বলেন, ‘জুলাই অভ্যুত্থান-২০২৪’ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ তৈরির জন্য একটি আদর্শ বিষয়।
তিনি বলেন, এই অধিভুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করবে এবং দেশপ্রেমের চেতনায় জাতীয় ঐক্যের আদর্শে উদ্বুদ্ধ করবে।
আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
তিনি বলেন, '২০২৪ সালের জুলাই বিদ্রোহের ইতিহাস' পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা দেশের সমসাময়িক ইতিহাসের ঘটনাপ্রবাহের সাথে পরিচিত হবে।
তিনি বলেন, একই সঙ্গে তারা (শিক্ষার্থীরা) শত শত শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে অর্জিত জাতীয় চেতনা, সংগ্রাম ও স্বাধীনতার অর্থ বুঝতে পারবে।
ভাইস-চ্যান্সেলর উলে¬খ করেছেন, ‘জুলাই বিদ্রোহ ২০২৪ এর ইতিহাস’ অধ্যয়ন করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতার বিকাশ ঘটবে।"