- প্রকাশিত : ২০১৮-০৪-১২
- ৮২৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১০ রানে হারিয়েছে রাজস্থান রয়্যাল। নিজেদের মাঠে কার্টেল ওভারে এই জয় তুলে নেয় তারা।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান। ম্যাচের ১৭.৫ ওভারের মাথায় বৃষ্টি বাধা তৈনি করে। তখন রাজস্থানের স্কোর ছিল ৫ উইকেটে ১৫৩।
বৃষ্টির পরিমান বেড়ে গেলে ম্যাচটি গড়ায় কার্টেল ওভারে। যার কারণে বৃষ্টি থামলে ডাকওয়ার্থ লুইস ম্যাথডে দিল্লির সামনে টার্গেট দাঁড়ায় ৬ ওভারে ৭১ রান।
৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই রান আউট হন ওপেনার কোলিন মুনরো। আরেক ওপেনার ম্যাক্সওয়েলও ফেরেন ১৭ রান করে। শেষে প্যান্ট ও মরিস দলের হাল ধরলেও কিছু করার ছিল না। শেষ পর্যন্ত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬০ রানে থেমে যায় ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন প্যান্ট।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..