×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির (জিইএমকো) কাছ থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) প্রায় সোয়া ৪০ কোটি টাকার ৮২৫টি ২৫০ কেভিয়ে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিনবে। এ লক্ষ্যে আজ সোমবার রাজধানীর কাওরানবাজারস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জিইএমকো’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম এবং নেসেকো’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আবু হেনা মোস্তফা কামাল নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, নেসকো জিইএমকো’র কাছ থেকে ৮২৫ টি ২৫০ কেভিয়ে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিনবে। এসব ট্রান্সফরমারের মোট মূল্য ৪০ কোটি ১৬ লাখ ২ হাজার ৫শ’ টাকা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএসইসি’র পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মোঃ মনিরুল ইসলাম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) এবং জিইএমকো পরিচালনা পর্ষদের পরিচালক ও যুগ্মসচিব মোঃ সাইদ কুতুব। বিএসইসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং জিইএমকো লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদরুন নাহার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ জাকিউল ইসলাম এবং নেসকো ও জিইএমকো’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিইএমকো ট্রান্সফরমার উৎপাদনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অপরদিকে নেসকো বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে বিদ্যুৎ সরবরাকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান দু’টি দীর্ঘ দিন ধরে দেশের বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat