×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দিনাজপুরের পার্বতীপুরের শিক্ষার্থী দীপ্তি রানী দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দীপ্তির আপিল মঞ্জুর করে তাকে জামিন দেন।
এ মামলায় দীপ্তিকে আইনি সহায়তা দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আদালতে দীপ্তির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন মো. আসাদুজ্জামান, আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান। 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০২০ সালের ২৮ অক্টোবর দীপ্তির বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
একই দিন ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে দীপ্তিকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে দীপ্তি রাজশাহীর একটি সংশোধন কেন্দ্রে আছেন।
ওই মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন দীপ্তি রানী দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat