জ্ঞানভিত্তিক সমাজ হলে অপসংস্কৃতির চর্চা, অগণতান্ত্রিক আচরণ, সাম্প্রদায়িক মনোভঙ্গি ও ক্ষমতা দখলের অপপ্রয়াস দূর হবে ।
আজ বুধবার অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেন,‘জাতির পিতার জন্মশতবর্ষ উদ্যাপন এবং স্বাধীনতার ৫০ বছরের গৌরব ও অর্জন সাথে নিয়ে এবং চেতনাকে শাণিত করে নতুন বছর শুরু করতে যাচ্ছি। ১৯৭১-এর এই ডিসেম্বরে পাকিস্তানের সেনাবাহিনী পোশাক পরিহিত অবস্থায় আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে আমাদের অকুতোভয় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কাছে।
উপাচার্য বলেন, প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের গেরিলা যোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে মাথা নিচু করে আত্মসমর্পন করে ফিরে গেছে। মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হিসেবে এ আমাদের গৌরবের বিষয়।
আগামী প্রজন্মকে নিয়ে আসতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় বিশ^বিদ্যালয় কাজ করে যাচ্ছে।
এ অধিবেশনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, বরিশাল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক প্রমুখ।
এ সিনেটে গত অধিবেশনে সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জনপূর্বক সংবিধি সংশোধন অনুমোদন হয়।