- প্রকাশিত : ২০১৮-০৪-০৭
- ৮৬০ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:- লিভারপুলের বিপক্ষে পরাজয়ের পরে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বেশি চিন্তিত ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি মনে করেন চ্যাম্পিয়নস লিগ জিততে এখনো তৈরি নয় তার দল ম্যানসিটি।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে তেমন ভালো ফর্মে নেই গার্দিওলার শীষ্যরা। যদিও গ্রুপ পর্বে ভালোই শুরু করে তারা। তখন ভক্তদের আশা ছিলো তাদের ম্যানসিটিতেই আসছে এবারের লিগ শিরোপা। কিন্তু ভক্তদের আশায় হতাশার মাটি দিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই হেরে যায় ম্যানসিটি।
ছেলেদের এমন হতাশা জনক হার নিয়ে দলটির কোচ বলেন,‘অ্যানফিল্ডের ম্যাচ দেখার পর থেকেই মনে হয়েছে, আমরা একধাপ এগিয়েছি। তবে আগের আসরে আমি অনুভব করেছিলাম আমরা লিগ জিততে এখনো তৈরি না। এবারের আসরেও আমার তাই মনে হচ্ছে আমরা শিরোপা জিততে এখনো প্রস্তুত নই। তবে আমরা অবশ্যই একধাপ এগিয়েছি।’
নিজেদের উন্নতি নিয়ে গার্দিওলা আরো বলেন,‘ গ্রুপ পর্বে আমরা দারুণ খেলেছি। বাসেলের বিপক্ষে ছেলেদের উন্নতি চোখে পড়ার মতো। যার কারণে আমরা এখনো এই লিগে টিকে আছি।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..