আগামীকাল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘স্মারক বৃক্ষ’ রোপণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
আজ সোমবার মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, দিবসটি উপলক্ষে মাউশি’র আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসসমূহের বিশেষ স্থানে এই ‘স্মারক বৃক্ষ’ রোপণ করতে হবে।