শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পৃথিবীর কোন শিক্ষাব্যবস্থা একমুখী থাকেনা। প্রতিনিয়ত সেটা পরিবর্তন হয়। সে পরিবর্তনের সঙ্গে আমাদের শিক্ষকদেরও তাল মিলিয়ে চলতে হবে। তাদেরকে এই অনুশীলনের মধ্যে আসতে হবে। আমাদের যেই শিক্ষাব্যবস্থা সেটা যুগ উপযোগী নয়। তাই স্কিল বেইজড এবং বিশ্লেষণধর্মী শিক্ষার প্রতি সরকার নজর দিয়েছে।
আজ শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উদ্যোগে ‘কোভিড পরিস্থিতি : শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার সার্বিকভাবে বিশ্লেষণের একটি সুযোগ এসেছে। মানুষ নিত্য নতুন চিন্তা-চেতনা হাজির করেছে। তেমনি কোভিডের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নতুন সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। ক্ষতি যে হয়নি তা নয়, তবে নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ সচিব বেলাল হোসেনের সঞ্চালনায় চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
এসময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, সামান্য একটা অনুজীবের থাবায় আজ বিশ্ব ল-ভ-। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে শিক্ষা কার্যক্রম বিভিন্ন মাধ্যমে সচল রাখা হয়। আমরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছি।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, শিক্ষা বোর্ডের সচিব আব্দুল আলীম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিল্পব গাঙ্গুলী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুল হক চৌধুরী, গার্হস্থ্য অর্থনীতি সিটি করপোরেশনের অধ্যক্ষ আলম আখতার, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি নাথ প্রমুখ।