গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সরকারী মুকসুদপুর কলেজে এ চিকিৎসা কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দীন আহম্মেদ।
বক্তব্য রাখেন অধ্যাপক ড. কবির আহমেদ এবং মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের সমন্বয়ক দীপক সরকার জানান, চিকিৎসা ক্যাম্পে ছয়জন চিকিৎসক সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। এ ক্যাম্পে দুইশ’ ৪২জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৭ জনকে ছোখের ছানী অপারেশনের জন্য হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে।