চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জঙ্গিবাদ রুখতে চট্টগ্রামের ৯৬টি মসজিদে একযোগে জঙ্গিবিরোধী কর্মসূচী পালন করেছে ।
শুক্রবার (২০ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশনায় জুমার নামাজের আগে বিভিন্ন থানার ওসি, বিট অফিসাররা এসব মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নেতিবাচক দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অপর মুসলমান যেমন নিরাপদ, তেমনি নিরাপদ অন্য সকল ধর্মের মানুষ। মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। কিছু সংখ্যক গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার আশায় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত রয়েছে। এতে সমাজ ও রাষ্ট্র উভয়েই ক্ষতিগ্রস্ত হয়। এই সকল অপতৎপরতা রুখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার বিকল্প নেই।
তিনি আরও বলেন, এ কর্মসূচিগুলোতে আমরা জনসাধারণকে সতর্ক করতে নানা ধরনের নির্দেশনা দিয়ে থাকি। যেমন কেউ যদি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, বিদেশে চলে যায় বা সন্দেহমূলক কার্যকলাপে যুক্ত হয়, তাহলে পুলিশকে তা অবহিত করতে হবে।