×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২১-০৮-০৩
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরী চট্টগ্রামে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। জুন মাসে সংক্রমণের হার ২০ থেকে ৩০ শতাংশ থাকলেও জুলাই-আগস্টে ৩৪ থেকে ৩৯ শতাংশের বেশি থাকছে। জুলাইয়ে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হওয়ার পর আগস্টেও বাড়ছে সংক্রমণ। সংশ্লিষ্টরা বলছেন আগস্ট আরও ভয়ঙ্কর হবে। আগস্টের প্রথম ৩ দিনের শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ১৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।
চট্টগ্রামে প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। একেক দিন একেক উপজেলায় রোগী বাড়ছে। এছাড়া সরকারি-বেসরকারি হাসপাতালে শয্যা খালি নেই। 
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৪৪ জন। শনাক্তের মধ্যে নগরে ৬৩ হাজার ৬১৫ জন। উপজেলায় ২১ হাজার ৫২৯ জন। নতুন ১০ মৃত্যুর মধ্যে ৪ জন নগরে, ৬ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৯৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯১ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৪০৩ জন। 
আজ সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ৩৪৫০ জনের নমুনা পরীক্ষায় ১২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৩৫ জন। উপজেলায় ৪৩৮ জন। 
সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম নগরের পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার চট্রগ্রামে বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতালে শয্যার জন্য হাহাকার। ফেসবুকের বিভিন্ন গ্রুপে আইসিইউ শয্যা চেয়ে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছেন অনেকেই। এছাড়া অক্সিজেন সিলিন্ডার চেয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে।
উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারী ৯৬, লোহাগাড়া ১৭, সাতকানিয়া ১০, বাঁশখালী ২৩, আনোয়ারা ২৫, চন্দনাইশ ৭, পটিয়া ৭, বোয়ালখালী ৫৯, রাঙ্গুনিয়া ৪০, রাউজান ৩০, ফটিকছড়ি ৫৯ , সীতাকু- ২৩, মিরসরাই ১৭  ও সন্দ্বীপ ২৫ জন। 
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৪ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫৪ নমুনায় ২৩৮, বিআইটিআইডি ল্যাবে ৭৭৯ নমুনায় ২২৬, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬৭ নমুনায় ১৯৩, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২ নমুনায় ১০৫, এন্টিজেন টেস্টে ৮১৩ নমুনায় ২৩০, ইমপেরিয়াল হাসপাতালে ১৮৬ নমুনায় ৬৯, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৫ নমুনায় ৩৮, আরটিআরএল ল্যাবে ৪৮ নমুনায় ২৫, মেডিকেল সেন্টারে ৪৩ নমুনায় ২৩ ও এপিক হেলথ কেয়ারে ২২৯ নমুনায় ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat