সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশ ঝাড়ের নীচে ফুটবল খেলতে নিয়ে গলায় বাঁশের আগা ঢুকে শুভ(১০) নামের এক বালকের মৃত্যু হয়েছে ।
জানা যায় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি বাজার সংলগ্ন মনিরপুর গ্রামের ওমর আলীর বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নীচের মাঠে ৪ থেকে ৫ জন বালক বুধবার বিকেল ৫ টার দিকে ফুটবল খেলতে নিয়ে মাঠের মাঝে হেলে থাকা বাঁশের দিকে শুভ ঝুকে পড়লে বাঁশের আগা গলায় ডুকে যায়। বাঁশের আগা গলা থেকে বের করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে শুভ মারা যায়। শুভ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর গ্রামের বাবু সরকারের ছেলে। শুভর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আশে।